শরীরে তিল কেন হয় - কোথায় তিল থাকলে কি হয়
আপনি কি জানতে চান শরীরে তিল কেন হয়? যদি তাই হয় তাহলে আজকের লেখাটি আপনার জন্য। শরীরে তিল কেন হয় এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। কোথায় তিল থাকলে কি হয় এবং শরীরে তিল কেন হয় তা আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করব।
শরীরের তিল নিয়ে অনেকেই অযথা টেনশনে পড়ে যান। প্রতিনিয়ত খুঁজতে থাকেন নানান প্রশ্নের উত্তর। সাধারণত মানুষের শরীরে তিল ক্ষতি করে না। শরীরের তিল নিয়ে অযথা টেনশন টেনশন করার কোন দরকার নেই। চলুন কথা না বাড়িয়ে আমরা তিল নিয়ে মূল আলোচনায় চলে যাই।
পোস্ট সূচীপত্র | শরীরে তিল কেন হয়
শরীরে তিল কেন হয়
শরীরে তিল হওয়ার নির্দিষ্ট কোন কারণ নেই। শরীরের তিল বিভিন্ন কারণে হতে পারে। তারপরও আমরা অনেকেই একটা প্রশ্নের মধ্যে ঘুরপাক খাই তাহলে শরীরে তিল কেন হয়। তিল মানুষের শরীরে জন্মগত ভাবে হতে পারে। এছাড়া অতিরিক্ত বয়স হয়ে গেলে শরীরে আস্তে আস্তে তিল দেখা দেয় এবং পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। একজন মানুষের শরীরে স্বাভাবিক তিলের সংখ্যা ১০ থেকে ১২টি। শরীরে তিল কেন হয় তার সম্পর্কে আমার একটু ধারণা পেলাম।
রেডিয়েশন থেরাপির ফলে শরীরের তিল হয়। এছাড়া কেউ যদি দীর্ঘদিন যাবত কোন রোগের ওষুধ সেবন করতে থাকে তাহলে তার শরীরে আস্তে আস্তে তিল দেখা দিবে। আমাদের গায়ের রং নির্ধারণ করে ত্বকের বিশেষ কোষ মেলানো সাইট এর সংখ্যার উপর। যখন অধিক মেলানো সাইট একত্রে ক্লাস্টার তৈরি করে তখন ত্বকের কোন অংশে জমা হয়ে সেই অংশে কালো, বাদামী অথবা লাল রঙের সামান্য উঁচু জায়গা সৃষ্টি হয় যাকে আমরা তিল বলি।
কোথায় তিল থাকলে কি হয়
শরীরে জিনগত কারণে তিল হওয়ার কারণে দেহের বিভিন্ন অঙ্গে তিল হয়। শরীরে তিল কেন হয় বা কোথায় তিল থাকলে কি হয় তার সম্পর্কে জানার আগ্রহ আমাদের সবারই থাকে। চলুন জেনে নেই কোথায় তিল থাকলে কি হয়-
- ঠোঁটে তিল থাকলে তার হৃদয়ে ভালোবাসা, মায়া, মমতায় ভরপুর থাকে। কিন্তু ঠোঁটের নিচে তিল থাকলে তার জীবন দুর্দশায় জর্জরিত হয়।
- নারীর মধ্য উদরে তিল থাকলে নারী বিভিন্ন নেশার প্রতি আকৃষ্ট হতে পারে। এছাড়া বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতি আসক্তি বেড়ে যেতে পারে।
- চোখের মনিতে তিল থাকলে সেই নারী অনেক কিছু তৈরি করতে দক্ষ হন এবং ভাবুক প্রকৃতির হয়ে থাকে থাকেন।
- নারীর বাম কাঁদে তিল থাকলে সেটাকে অশুভ ধরা হয়। নারীর বাম কাঁধে তিল থাকলে নারী হতভাগিনী হন।
- কারো নিম্ন বামপৃষ্ঠে তিল থাকলে তার অপমৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে।
- যার থুথনিতে তিল আছে তিনি সহজেই সবার সাথে মেলামেশা করতে পারেন না এবং কিছুটা গুরুগম্ভীর স্বভাবের হন।
- কোন নারীর বুকের মাঝখানে তিল থাকলে সেই নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে। দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ, সংসারে অশান্তি হয়।
- ছেলেদের ডান হাতে তিল থাকলে সে অর্থ উপার্জন এ সক্ষম থাকে এবং অধিক ধনী হওয়ার সম্ভাবনা থাকে।
শরীরে তিল কেন হয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তিল হলে কি হয় তা আমরা উপরে জানতে পারলাম।
লাল তিল হওয়ার কারণ
শরীরে তিল কেন হয় এই প্রশ্নের উত্তরের সাথে জানতে হবে লাল তিল হওয়ার কারণ। দেহে সাধারণত লাল, বাদানি ও কালো রংয়ের তিল হয় এবং এই তিল দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে। লাল তিল হওয়ার কারণ হলো আমাদের শরীরে ত্বকের ভিতরে শিরার মধ্যে যখন স্ফীতি ঘটে তখন সেই জায়গায় এক ধরনের দাগের সৃষ্টি হয় যা তিলে পরিণত হয় এবং এর রং লাল অথবা কালো অথবা বাদামী রঙে হয়ে থাকে।
তিল সম্পর্কে সমাজে অনেক কথা প্রচলিত আছে। শরীরের তিল দেখে এখনো মানুষ ভাগ্য নির্ধারণ করে। শরীরে তিল কেন হয় এবং কোথায় তিল থাকলে কি হয় তা আমরা ইতিমধ্যে ভালোভাবে বুঝতে পেরেছি।
মুখে তিল থাকলে কি হয়
মুখে তিল থাকলে কি হয় তা হয়তোবা আমাদের মধ্যে অনেকেই জানিনা। মুখে তিল থাকলে সেই ব্যক্তি অনেক ভাগ্যবান এবং শারীরিক জীবনে সুখী হন। মুখে তিল সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। কিন্তু অতিরিক্ত তিল থাকলে তা আবার সৌন্দর্য নষ্ট করতে পারে। শরীরে তিল কেন হয় তা তো আমরা ইতিমধ্যে জেনেছি। মুখে তিল থাকলে কি হয় তা এখন জানবো।
কারো যদি কপালে তিল থাকে তারা কঠোর পরিশ্রমী হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে পারে। এছাড়া যাদের কপালের মাঝখানে তিল থাকে তারা অনেকটা প্রেমিক টাইপের হয়ে থাকে। নাকের ডান পাশে তিল থাকলে তারা উচ্চ চিন্তাশক্তির অধিকারী হন এবং বাম পাশে তিল থাকলে তারা সুমিষ্ঠ কণ্ঠস্বর এর অধিকারী হন।
ঠোঁটের ডান পাশে তিল থাকলে সেই ব্যক্তি সব সময় ভালো কাজে মনোনিবেশ করেন এবং কাম উত্তেজনায় প্রখর থাকেন। অতিরিক্ত কাম উত্তেজনার কারণে দাম্পত্য জীবনে অসুখী হতে পারেন। শরীরে তিল কেন হয় এর উত্তর আমরা জেনে করেছি। চোখের ডান পাশে তিল থাকলে অনেক ধন-সম্পদের মালিক হয় এবং বাম পাশে তিল থাকলে তারা কিছুটা কঠোর প্রকৃতির ও বদমেজাজি হয়ে থাকে।
শেষ কথা | কোথায় তিল থাকলে কি হয়
প্রিয় পাঠক বন্ধুগণ, আমরা এতক্ষণ আলোচনা করলাম শরীরে তিল কেন হয় এবং কোথায় তিল থাকলে কি হয় তার বিস্তারিত বিষয় নিয়ে। আশা করি আপনারা আমাদের আর্টিকেলটি পড়ার মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। নতুন নতুন টিপস এন্ড ট্রিকস জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ধন্যবাদ। জব আইডি ২৫৫৯১.
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url