নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত

নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত, তা জেনে রাখলে চিকিৎসার ক্ষেত্রে বাজেট নির্ধারণ করতে সুবিধা হবে। নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত? তা নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে।  চলুন তাহলে দেখে নেয়া যাক, নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত?

পেজ সূচিপত্র: নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত

ভূমিকা

নাকের মাংস বৃদ্ধি পেলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে নাকের মাংস বৃদ্ধি পেলে নাক জ্বালাপোড়া, নাকে সবসময় সর্দি লেগে থাকা সহ ঘ্রান শক্তি নষ্ট হয়ে যাওয়ার মত সমস্যা হতে পারে। এছাড়া নাকের মাংস বৃদ্ধি পেলে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তাই যত দ্রুত সম্ভব আপনার উচিত হবে, এ রোগের যথা উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা। 

চিকিৎসা গ্রহণ করার পরেও যদি নাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস দূর করে আনা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে। আপনি যদি এনাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস অপারেশনের মাধ্যমে অপসারণ করতে চান, তাহলে আপনার জেনে নেয়া উচিত হবে যে, নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত? যাইহোক, নাকের অপারেশন করার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে সেই বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত

বিভিন্ন হাসপাতালে নাকের মাংস বৃদ্ধির অপারেশন করা হয়। সব হাসপাতালের মান এবং চিকিৎসার সেবার ধরন এক নয়। তাই নাকের মাংস বৃদ্ধি অপারেশন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যদি ভালো মানের কোন হাসপাতালে বা ক্লিনিকে নাকের মাংস বৃদ্ধির অপারেশন করেন তাহলে ৪০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা খরচ হতে পারে। 
পক্ষান্তরে আপনি যদি তুলনামূলক একটু কম মানসম্পন্ন হাসপাতালে চিকিৎসা করান তাহলে ২৫০০০ টাকা থেকে ৩০০০০ টাকা খরচ হতে পারে। অর্থাৎ হাসপাতাল ও সবার মানভেদে নাকের মাংস বৃদ্ধির অপারেশন করতে ৩০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা খরচ হতে পারে।

নাকের মাংস কমানোর ঘরোয়া উপায়

নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত টাকা? সেই বিষয়ে সম্পর্কে উপরে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে নাকের মাংস বৃদ্ধির ঘরোয়া উপায় সমূহ সম্পর্কে আলোকপাত করা হবে।

আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে নাকের মাংস বৃদ্ধির চিকিৎসা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়তে হবে। নিচে নাকের মাংস বৃদ্ধির ঘরোয়া উপায় সমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
  • হলুদ: হলুদকে বলা হয় প্রাকৃতিক এন্টি সেপটিক। বহু ভেষজ গুণসম্পন্ন হলুদ নিয়মিত খেলে তা নাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস দূর করতে সহায়তা করে। তাই যদি আপনি প্রাকৃতিক উপায়ে আপনার নাসিকার সমস্যা দূর করতে চান, সেক্ষেত্রে নিয়মিত চায়ের সাথে হলুদের  গুড়া মিশ্রিত করে খেতে পারেন। আশা করা যায় এতে অল্প কিছুদিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন।
  • আদা: নাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস দূর করার আরেকটি প্রাকৃতিক উপায় হলো আদা খাওয়া। যেকোনোভাবে আদা খেলেই তা নাকের বৃদ্ধিপ্রাপ্ত মাংস ক্ষয় করতে কার্যকর ভূমিকা পালন করে। তবে যদি আপনি নিয়মিত চায়ের সাথে আধা বিস্তৃত করে খান, তাহলে তা অধিক কার্যকর হিসেবে বিবেচিত হবে। সুতরাং হলুদের পাশাপাশি নিয়মিত আদা খেতে পারেন। আশা করি এতে উপকৃত হতে পারবেন।
  • ভাপ দেওয়া: গরম পানিতে সামান্য লবন মিশ্রিত করে সেই লবণ মিশ্রিত পানির ভাব গ্রহণ করলে তা নাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। তাই অন্যান্য যেকোনো চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি, নিয়মিত লবণ পানির ভাব গ্রহণ করতে পারেন। এতে করে বৃদ্ধি প্রাপ্ত মাংস ধীরে ধীরে ক্ষয় হওয়াসহ নাক আটকে যাওয়ার মত সমস্যা এবং নাকের সর্দি দূর হয়ে যাবে। 
  • এলার্জি বৃদ্ধি কারি খাবার গ্রহণ বর্জন করা: এলার্জি যুক্ত খাবার নাকের মাংস বৃদ্ধি রোগের জন্য খুবই ক্ষতিকর। আপনি যদি এলার্জি যুক্ত খাবার খান, তাহলে আপনার নাকে চুলকানি অনুভূত হতে পারে। আর নাকে চুলকানি অনুভূত হলে স্বাভাবিকভাবেই সেখানে হাত দিবেন, আর হাত দিলে সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছে। কেননা হাতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। বিশেষ করে নাকের সমস্যা থাকলে নাকে হাত দেয়া নিষেধ। নাকে হাত দিলে তা রোগের বৃদ্ধি ঘটাতে পারে। সুতরাং অবশ্যই আপনাকে এলার্জি বৃদ্ধি করে খাবার পরিত্যাগ করতে হবে।
  • বেকিং সোডা এবং লবণ: সামান্য পরিমাণে বেকিং সোডা এবং লবণ একত্রে মিশ্রিত করে গড়গড়া করলে তা নাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস দূর করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাই যদি আপনি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান এবং নাকের যাবতীয় সমস্যা দূর করতে চান তাহলে, নিয়মিত বেকিং সোডা ও লবন পানির গড়গড়া করতে পারেন।
  • আপেল সিডার ভিনেগার: আপেল সিডার ভিনেগার নাকের অতিরিক্ত মাংস দূর করার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। সামান্য পরিমাণে আপেল সিরার ভিনেগার পানির সাথে মিশ্রিত করে বাহ্যিকভাবে নাকি ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

নাকের মাংস কমানোর হোমিও ঔষধ

নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত? আশা করি তা জানতে পেরেছেন। কেননা উপরে তা উল্লেখ করা হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা করার মাধ্যমে খুব সহজেই আপনি কোন ধরনের অপারেশন ছাড়াই নাকের মাংস বৃদ্ধির চিকিৎসা করতে পারবেন। 
হোমিওপ্যাথির যে সকল ঔষধ নাকের মাংস বৃদ্ধির চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো নিচে তুলে ধরা হলো। তবে নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে খাবেন না এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই আপনাকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। 
  • Calcarea Carbonica: ক্যাল্কেরিয়া কার্বনিকা নাকের মাংস বৃদ্ধির চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিও ঔষধ।  ডাক্তারের পরামর্শক্রমে নিয়মিত যদি আপনি ক্যাল্কেরিয়া কার্বনিকা  ঔষধটি সেবন করেন তাহলে আশা করা যায়,  অল্প সময়ের মধ্যেই উপকৃত হতে পারবেন। বিশেষ করে যে সকল রোগী মোটা থলথলে, পরিশ্রম করতে অনিচ্ছুক এবং আরাম প্রিয়, সেই সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি অধিক ক্রিয়া করে। 
  • Kali Bichromicum: সারা বছর সর্দি কাশি লেগেই থাকে, এবং যাদের চুল পাতল। সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর। বিশেষ করে এই ঔষধটির রোগীদের সারা বছর পেটের গন্ডগোল থাকে। যদি এই সকল লক্ষণ সহ নাকের মাংস বৃদ্ধি জনিত সমস্যা থাকে, তাহলে কেলি বাইক্ৰমিকাম ঔষধটি সে রোগের ক্ষেত্রে খুবই কার্যকর হবে। সঠিক মাত্রায় নিয়মিত কিছুদিন এই ওষুধটি সেবন করলে আশা করা যায় রোগী দ্রুত আরোগ্য লাভ করতে পারবে। 
  • Lemna Minor: নাকের ভিতর অর্ব্বুদ, নাকের অস্থি ফোলা, নাক  থেকে অধিক পরিমাণে পূঁযমিশ্রিত শ্লেষ্মা নির্গমন, সবসময় পচা গন্ধ অনুভব হলে এই ঔষধটি সেই রোগীর জন্য অব্যর্থ। যদি এই ধরনের লক্ষণ কোন ব্যক্তির মাঝে থাকে, তাহলে লেমনা মাইনর ওষুধটি নিয়মিত সেবন করলে আশা করা যায় খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। তবে নিজে নিজে ঔষধ ক্রয় করে সেবন করা যাবে না। ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। 
  • Sanguinaria Canadensis: নাকের মাংস বৃদ্ধি দূর করার অন্যতম আরেকটি হোমিওপ্যাথি ওষুধ হল Sanguinaria Canadensis. এই ঔষধটি ব্যবহার করার ফলে নাকের বর্ধিত মাংস ধীরে ধীরে কমতে থাকে। এবং একপর্যায়ে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়। তাই হোমিওপ্যাথিতে নাকের মাংস দূর করার মূল্যবান একটি ঔষধ হলো Sanguinaria Canadensis. 
  • Thuja Occidentalis: হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হল Thuja Occidentalis. এই ওষুধটি লক্ষণ ভেদে বিভিন্ন রোগের উপরে প্রয়োগ করে অভূতপূর্ব ফলাফল পাওয়া যায়। হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক তাই কোন ঔষধকে কোন রোগের জন্য নির্দিষ্ট করা সমীচীন নয়। যাইহোক লক্ষণের সাথে মিলে গেলে নাকের মাংস দূর করার ক্ষেত্রে এই ওষুধটি অভূতপূর্ব ফলাফল প্রদান করে। অর্থাৎ সঠিকভাবে এই ঔষধটি ব্যবহার করতে পারলে তা আপনার নাকের মাংস দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে।
  • Silicea: গভীর কার্যকারিতা সম্পন্ন একটি হোমিওপ্যাথিক ঔষধ হলো সাইলিসিয়া। এই ওষুধটি ব্যবহার করলে তার কার্যকারিতা বহুদিন পর্যন্ত অবশিষ্ট থাকে। আর এ কারণেই অভিজ্ঞ চিকিৎসকগণ এই ঔষধটি বারংবার ব্যবহার করতে নিষেধ করেন। বিশেষ করে আপনি যদি এই ওষুধটি নাকের মাংস দূর করার জন্য ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। আর তাই ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। সঠিকভাবে লক্ষণের সাথে মিল রেখে এই ওষুধটি ব্যবহার করলে অল্প কিছুদিনের মধ্যেই নাকের বৃদ্ধি প্রাপ্ত মাংস মিলিয়ে যাবে।
  • Phosphorus: নাকের মাংস দূর করার জন্য লক্ষণভেদী আরেকটি ঔষধ প্রয়োগ করা হয় আর সেই ঔষধটি হলো ফসফরাস। ফসফরাস সেসকল রোগীদের জন্য উপযোগী যে সকল রোগী দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন। বিশেষ করে অন্যান্য চিকিৎসা গ্রহণ করার পরেও যদি নাকের সমস্যা দূর না হয় সে ক্ষেত্রে ফসফরাস উপযোগী একটি ঔষধ। তাই নাকের অতিরিক্ত মাংসা দূর করার জন্য ডাক্তারের পরামর্শক্রমে এই ঔষধটি সেবন করা যেতে পারে।

শেষ কথা

আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই নাকের মাংস বৃদ্ধি অপারেশন খরচ কত? তা জানতে পেরেছেন কেননা উপরে এই বিষয় সম্পর্কে বিস্তার আলোচনা করা হয়েছে। সেই সাথে নাকের মাংস বৃদ্ধি রোগ দূর করার ঘরোয়া উপায় এবং এর হোমিও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ১৬৪১৩

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url